অজানা!! তোমার জন্য অজানা সুখগুলো নিয়মের বহতায় এগিয়ে যাচ্ছে। তোমার জন্য আজও আমি অপেক্ষায়! থরে থরে সাজানো স্বপ্নগুলো এখন অনেকটাই পাহাড় সদৃশ হয়ে গেছে। তাই সেগুলো সামাল দিতে কষ্ট হচ্ছে বেশ! তোমাকে আজও খুঁজে খুঁজে হয়রান। কোথায় তুমি এখনও বলবেনা?...